নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেড় যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা কিলার আব্বাসের অপরাধসংক্রান্ত সব তথ্য তলব করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে। আব্বাসকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। ২০০৩ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। সব মামলায়ই তিনি খালাস পান। বর্তমানে একটি ডাকাতি মামলা বিচারাধীন।