হোম > অপরাধ

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজাসহ গ্রেপ্তার তিন কিশোর। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গোলচত্বর থেকে গতকাল বুধবার (৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ফুট ওভার ব্রিজের ওপর থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিনজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাদের দুজনের পেটে স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব গাঁজা জব্দ করা হয়েছে।’

পরিদর্শক মোস্তাফিজ বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হলে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এখন তারা সংশোধনাগারে রয়েছে।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ