মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলী বাজারে কসাইখানায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ভ্রাম্যমাণ আদালত মাংস জব্দ করে মাটিচাপা দেন। তবে মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা করা যায়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসি ল্যান্ড জাহাঙ্গীর হোসাইন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সহিদ, রতুলী বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুল, সাবেক সাধারণ সম্পাদক ছয়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল আজিজ রতুলী বাজারে নিবন্ধন ছাড়াই কসাইখানায় মাংস বিক্রি করতেন। গতকাল তিনি মৃত গরু জবাই করে বিক্রির জন্য মাংস নিয়ে আসেন। গোপনে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেগুলো জব্দ করেন।
খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সহিদ ঘটনাস্থলে পৌঁছে মাংস থেকে দুর্গন্ধ বের হতে দেখেন। দুপুরে এসি ল্যান্ড জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জব্দ করা পচা মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।