হোম > অপরাধ

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও এম এ এস শরীফ (বাম থেকে)। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানায় করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।

মাসুদ ছাড়াও কারাগারে পাঠানো অন্য দুই আসামি হলেন আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও এম এ এস শরীফ।

ছয় দিনের রিমান্ড শেষে আজ দুপুরে তাঁদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এসআই রিয়াদ আহমেদ। তিনি প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানির পর আদালত জামিন আবেদনের শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন এবং তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, এই মামলার আরও এক আসামি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফতেহ আলী বর্তমানে রিমান্ডে রয়েছেন। গত ২৮ মে সুব্রত বাইনকে আট দিন ও মোল্লা মাসুদসহ অন্য তিনজনকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৭ মে ভোররাত ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শুটার আরাফাত ও শরীফকে আটক করে পুলিশ।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের যোগাযোগে স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন।

২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত তালিকায় সুব্রত বাইন, মোল্লা মাসুদসহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ছিল। সরকার তাঁদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করে। তাঁরা সেভেন স্টার গ্রুপ নামের সন্ত্রাসী বাহিনী পরিচালনার মাধ্যমে দেশে খুন, ডাকাতি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছিলেন। আসামিরা এর আগেও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন।

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি