হোম > অপরাধ

মেক্সিকোর পানশালায় গুলি করে ১০ জনকে হত্যা

মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের একটি পানশালায় বন্ধুকধারীরা গুলি করে ১০ জনকে হত্যা করেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গুয়ানাজুয়াতো রাজ্যের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর ‘এল এস্টাডিও’ বারে এ হামলার ঘটনা ঘটেছে। পানশালাটি সেলায়া ও কুয়েরেতারো শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে অবস্থিত। শনিবার রাতে ওই পানশালায় একদল সশস্ত্র লোক ঢুকে পড়ে এবং গ্রাহক ও পানশালার কর্মচারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো মেক্সিকোর একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল। প্রতি বছর এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসেন। সম্প্রতি এ রাজ্যে সহিংসতা বেড়েছে। প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটছে।

মেক্সিকোতে মাদক চোরাচালানকারী দুটি গ্রুপ রয়েছে। গ্রুপ দুটির নাম ‘সান্তা রোসা ডি লিমা’ ও ‘জালিস্কো নুয়েভা জেনারসিয়ন’। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রুপ দুটির মধ্যে প্রায়ই গোলাগুলি হয়।

গত বছরের সেপ্টেম্বরে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভার একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছিলেন। ওই সময় গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ হামলাটিকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছিলেন। ওই ঘটনার পর তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

মেক্সিকো সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ