হোম > অপরাধ

দুর্বৃত্তদের বিষে নিধন ২০ লাখ টাকার মাছ

তিতাস প্রতিনিধি

তিতাস উপজেলায় মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতের কোনো এক সময় উপজেলার মৌটুপি গ্রামের এ ঘটনা ঘটে। এ সময় পাহারার জন্য তৈরি করা ছাউনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

গতকাল রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঘেরজুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে রয়েছে। এর মধ্যে বোয়াল, শোল, গজার, আইড়, রুই, কাতলসহ বিভিন্ন জাতের কার্প ও দেশি ছোট মাছ রয়েছে।

মৌটুপি গ্রামের বাসিন্দা আজাহার খান বলেন, ‘জলাশয়টি আঠারো কানির খাসজমি। এর আয় মৌটুপী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ব্যয় করা হয়। এ বছর ৯ লাখ টাকায় পাঁচ বছরের জন্য লিজ নিয়েছেন একই গ্রামের শামীম মেম্বার।’

লিজ গ্রহীতা শামীম মেম্বার বলেন, ‘কয়েক দিনের মধ্যে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে কে বা কারা রাতের আঁধারে জলাশয়ে বিষ প্রয়োগ করে আমার ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি করেছে।’

জানতে চাইলে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মাছ মারার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়