হোম > অপরাধ

রাজধানীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে স্কুলছাত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) একটি অংশ নব্য জেএমবি। আর সে লক্ষ্যেই রাজধানীর মাতুয়াইল এলাকায় একত্রিত হয়েছিল সংগঠনের দুই সদস্য। খবর পেয়ে গতকাল মঙ্গলবার ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। আটককৃতরা হলেন- সাকিব আহমেদ চৌধুরী ওরফে যাকি ও অপরজন এক কিশোর। এসময় তাদের হেফাজত থেকে দুটি সেলফোন জব্দ করা হয়।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহিংস উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এ সংক্রান্ত প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। অনলাইনের মাধ্যমে নব্য জেএমবির শীর্ষ নেতারাহ বিভিন্ন স্তরের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তাঁরা। তাঁদের আদর্শে উজ্জীবিত হয়েই জননিরাপত্তা বিঘ্নিত করে ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন এই দুই ব্যক্তি।

জানা যায়, সাকিব সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং কাজে যুক্ত হোন। অপরজন সিলেট সরকারি প্রাথমিক পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!