রাঙামাটির কাপ্তাই উপজেলার আনুমং মারমা (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ওয়ান শুটার গান জব্দ করা হয় বলে জানিয়েছে চন্দ্রঘোনা থানা। যৌথবাহিনী অভিযানে গত সোমবার সন্ধ্যায় থানার অধীন রাইখালী ইউনিয়নের মইদংপাড়া থেকে তাঁকে আটক করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
আটক আনুমং মারমা ইউনিয়নের পানছড়ি মইদং পাড়ার চিংসামং মারমার ছেলে। তিনি স্থানীয় সশস্ত্র দলের সক্রিয় সদস্য বলে পুলিশের দাবি।
থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই মাহফুজের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সোমবার সন্ধ্যায় রাইখালী ইউনিয়নের মইদং পাড়ার চিসামং মারমার বাড়িতে অভিযান চালায়।