গফরগাঁওয়ে এক রাতে তিন কৃষকের ১১টি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পাগলা থানা এলাকার পাঁচবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, চুরি হওয়া ১১টি গরুর মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাঁচবাগ গ্রামের কৃষক সোহাগ মিয়ার দুধেল গাভিসহ চারটি, বাহার উদ্দিন মাস্টারের ষাঁড়সহ চারটি ও নলচিড়া গ্রামের আজু মিয়ার গোয়াল ঘর থেকে থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ রায়হান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া বলেন, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ১১ ফেব্রুয়ারি রাতে দক্ষিণ লামকাইন গ্রামের একলাস মিয়ার পাঁচটি গরু চুরি হয়। অনেক কৃষক রাত জেগে তাঁদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ‘গরুর চুরির বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’