ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগে সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খানকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার উলাইল বাসস্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়।
গতকাল বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম। তিনি বলেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। আমরা অনুসন্ধানের ভিত্তিতে তাঁকে আটক করেছি। তিনি ভাসমান বাজার বসিয়ে এবং ফুটপাত থেকে মানুষের কাছ থেকে চাঁদা তোলেন। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।’
জানা গেছে, একই অভিযোগের শাহীনের আরেক সহযোগী আটক হয়েছেন। তবে এখনো তাঁর নাম পরিচয় জানা যায়নি বা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়নি।
সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ বলেন, ‘শাহিন খান সাভার থানা যুবলীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। আটকের বিষয়ে আমি কিছু জানি না।’
খোঁজ নিয়ে জানা যায়, উলাইল এলাকায় অবস্থিত একটি ভুয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানি পরিচালিত হয় শাহিন খানের মদদে। চাঁদা আদায়ের জন্য বিশেষ বাহিনী গড়ে তুলেছেন তিনি। চাঁদাবাজি নিয়ে এর আগেও থানায় তার নামে অভিযোগ দিয়েছেন বিভিন্ন জন।
বছর তিনেক আগে আওয়ামী লীগে যোগ দেন তিনি। তার আগে বিএনপি ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শাহিন।