কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে রানা হামিদ (২৪) এবং জাহিদ শেখ (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গত বৃহস্পতিবার রাত ৮টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রানা হামিদ মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এবং জাহিদ শেখ একই উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামের বাসিন্দা।
কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, জাহিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং রানা হামিদ কিছুদিন ধরে জাহিদের সহযোগী হিসেবে কাজ করে আসছিল। বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে রানা এবং জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ১১টি ইয়াবা এবং ৩৫০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয় তাঁদের বিরুদ্ধে। পরে দুজনকে মিরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।