হোম > অপরাধ

ভিসা জালিয়াতি: ৩ বাংলাদেশির বিরুদ্ধে মার্কিন দূতাবাসের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জালিয়াতি ও মিথ্যা তথ্য দিয়ে ভিসা আবেদন করার অভিযোগে তিন বাংলাদেশির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। তাঁরা হলেন—ফেনীর পলাশ চন্দ্র দাস, মাদারীপুরের মাহবুবুর রহমান খান ও নারায়ণগঞ্জের মো. মিলন।

মামলার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি ট্রাভেল এজেন্সির মালিক ও দুই ভিসা আবেদনকারীকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) রাতে গুলশান থানায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মাইকেল লি বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, যুক্তরাষ্ট্রের দূতাবাস মামলাটি করেছে। এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই তিন বাংলাদেশি জালিয়াতি করে তাঁদের পাসপোর্টে মালয়েশিয়া, মালদ্বীপের নকল ভিসা ও স্ট্যাম্প দিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করেছিলেন। পরবর্তীতে সেটি ধরা পড়ে।

মামলায় তাঁদের পাসপোর্ট নম্বর ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে গতকাল রাতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করেছে ডিবির সাইবার বিভাগ। আটককৃতরা হলেন—ভিসা আবেদনকারী ফেনীর পলাশ চন্দ্র দাস ও মাদারীপুরের মাহাবুবুর রহমান খান, ট্রাভেলার্স ডায়েরি এজেন্সির মালিক ওয়াহিদ উদ্দিন এবং তাঁর সহযোগী শফিকুল ইসলাম সুমন, আরেক ট্রাভেল এজেন্সি হ্যাপি হলিডে এজেন্সির মালিক আরিফুর রহমান ও তাঁর সহযোগী আবু জাফর।

এ ব্যাপারে ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নিউটন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘জালিয়াতির ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ