হোম > অপরাধ

চবির কর্মচারীকে মারধর করে চাকরিচ্যুতের হুমকি, সমিতির সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ 

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদের বিরুদ্ধে এক কর্মচারীকে চর-থাপ্পড় মেরে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার রেজিস্ট্রারকে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী চাকসু কেন্দ্রের নিম্নমান সহকারী ইমতিয়াজ আহমেদ। এ ঘটনায় শহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই কর্মচারী। 

অভিযোগ পত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় একটি আসনে বসাকে কেন্দ্র করে ওই কর্মচারীকে অকথ্য ভাষায় গালাগালি করে ও চড়-থাপ্পর দেন নুরুল ইসলাম শহীদ। এ ছাড়া প্রায়ই তিনি উপাচার্যের নাম ব্যবহার করে বিভিন্ন রকমের হুমকি দেন এবং চাকরি থেকে বাদ দিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান। 

এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী ইমতিয়াজ আহমেদ বলেন, নুরুল ইসলাম আমাকে সাতটি থাপ্পড় দেন। আমি ব্যবস্থা নিতে রেজিস্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এস মনিরুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

ঘটনা সম্পর্কে জানতে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদের মোবাইলে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। 

উল্লেখ্য, এর আগে গত ৪ মার্চ তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দপ্তরের বেতন ও ভাতা শাখা-২ এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। 

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!