হোম > অপরাধ

সরকারি রাস্তা দখল করে প্রাচীর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তা স্থানীয়ভাবে দখল করে সীমানাপ্রাচীর নির্মাণকাজের অভিযোগ উঠেছে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গ্রামবাসী প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় তাঁদেরও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাস্তা দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের আব্দুর রশিদের সহায়তায় তাঁর ছোট ভাইয়ের বউ শাহনাজ একটি নতুন বাড়ি নির্মাণ করেন। বাড়িটি তাঁদের পৈতৃক জায়গায় নির্মাণ করা হলেও বাড়ির সামনের সরকারি ৮ থেকে ১০ ফুট রাস্তা দখলে নিয়ে তাঁরা পাকা করে প্রাচীর দিয়ে দখল করতে থাকেন। এ সময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসী সরকারি রাস্তা দখল থেকে বিরত থাকতে অনুরোধ করলে কাজ এক দিন বন্ধ রাখেন। পরে তাঁদের কথায় কর্ণপাত না করে গত শুক্রবার সরকারি ছুটির দিনে থেকে দ্রুত প্রাচীর নির্মাণ করেন।

কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তা জবরদখল করে প্রাচীর দিয়ে দিয়েছে। তাঁরা কয়েকজন গ্রামবাসী মূলগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদারকে মৌখিকভাবে জানিয়েছেন, তিনিও কোনো কর্ণপাত করেননি। পরে গত বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসে গিয়ে তাঁরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার মিলছে না বলে দাবি স্থানীয়দের।

অভিযুক্ত আব্দুর রশিদ বলেন, ‘আমার ছোট ভাই মারা গেছেন। তার স্ত্রী অসহায় মানুষ। আমার সঙ্গে পূর্বশত্রুতার জেরে গ্রামের কিছু মানুষ অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।’ তবে তিনি স্বীকার করেন, প্রাচীরের কিছু অংশ রাস্তার মধ্যে পড়েছে। এতে চলাচলের কোনো অসুবিধা হবে না গ্রামবাসীর। ভূমি অফিসের লোক এসে দেখে গেছে বলে দাবি তাঁর।

এ ব্যাপারে মূলগ্রাম ইউনিয়ন সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী তাঁকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছেন। তিনি মূলত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন বলেন, গ্রামবাসীর লিখিত অভিযোগ এখনো হাতে পাননি তিনি। সরকারি জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়