হোম > অপরাধ

ফেসবুকে প্রেমের নামে অপহরণের ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। কয়েক দিনের পরিচয় থেকে প্রেম। প্রেমিকাকে প্রথমবারের মতো দেখতে প্রেমিক ছুটে আসেন মিরপুর-১ নম্বরে। কিন্তু প্রেমিক ঘুণাক্ষরেও টের পাননি তাঁর ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।

প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার কিছুক্ষণের মধ্যে সিআইডি পরিচয়ে ওই প্রেমিকের মুখ চেপে একটি গাড়িতে তুলে নেন কয়েকজন যুবক। প্রেমিককে অপহরণ করে মুক্তিপণ আদায় করাই ছিল একমাত্র লক্ষ্য। কিন্তু অপহরণ কার্যক্রম ভেস্তে দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রেমিকা ও তাঁর তিন সহযোগীকে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অপহরণ মামলা হয়েছে।

গ্রেপ্তারের পর জানা যায়, অপহরণের কর্মপরিকল্পনা সাজান প্রেমিকা লুৎফুন নাহার তন্বী। এ কাজে তাঁকে সহযোগিতা করেন অপহরণ চক্রের সদস্য মো. মাসুদ রানা, মো. স্বপন, শফিকুল ইসলাম। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি সিএনজি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নার্সিং কলেজের ছাত্র সোহাগের সঙ্গে পরিচয় হয় লুৎফুন নাহার তন্বীর। তন্বী মাস্টার্স পাস বলে সোহাগকে জানান। মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার প্রেমিকার সঙ্গে মিরপুর-১ নম্বরের ফুটওভার ব্রিজের নিচে দেখা করতে আসেন সোহাগ। সেখান থেকে তাঁরা হোটেল রোজ ভিউয়ের (আবাসিক) একটি কক্ষে যান। পূর্বপরিকল্পনা অনুযায়ী তন্বী চক্রের বাকি তিন সহযোগীর মোবাইল ফোনে বার্তা পাঠান। এ সময় তাঁরা হোটেলে এসে শফিকুল সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সোহাগের মোবাইল ফোন নিয়ে নেন। একপর্যায়ে কৌশলে তন্বী ঘটনাস্থল থেকে সরে যান। পরে শফিকুল, মাসুদ ও স্বপন প্রেমিক সোহাগকে সিআইডি অফিসে নিয়ে যাওয়ার জন্য বের হন। ভাড়া করা সিএনজিতে সোহাগকে তোলা হয় এবং মেরে ফেলার হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করা হয়। সিএনজি মিরপুর টেকনিক্যাল মোড়ের কাছে পৌঁছালে সোহাগ পুলিশের টহল গাড়ি দেখতে পান ও চিৎকার দেন। চিৎকার শুনে টহল পুলিশ সিএনজির পিছু ধাওয়া করে পাইকপাড়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অপহরণচেষ্টা মামলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ