হোম > অপরাধ

মাদক আসে পাশের দেশ থেকে, নিয়ন্ত্রণে বসবে সেন্সর : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আমাদের দেশ মাদক উৎপাদন করে না। মাদক আসে পাশের দেশ ভারত ও মিয়ানমার থেকে। মাদকের জোগান বন্ধে সীমান্তে সেন্সর বসানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার সকালে বাংলাদেশের বেসরকারি সংগঠন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার। দেশি সংস্থার পাশাপাশি বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে মাদক নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। তবে শুধু সরকারের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সমাজ ও পরিবারকে এগিয়ে আসতে হবে। সন্তানকে সময় দিতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে সন্তানকে আগলে রাখলে দেশ মাদকমুক্ত হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন ও কাঠামো পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছিল ঠুঁটো জগন্নাথ। আমরা আইন ও কাঠামো পরিবর্তন করেছি। জনবল বাড়ানো হয়েছে। প্রশিক্ষণ ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে সংস্থাটিকে আধুনিক ও মানসম্পন্ন করা হচ্ছে।

মাদকের চাহিদা থাকলে জোগান বন্ধ করা কঠিন—মন্তব্য করে মন্ত্রী বলেন, তবে বাইরের দেশ থেকে আসা মাদক বন্ধে আমরা বিজিবির তৎপরতা বাড়িয়েছি। সীমান্তে আরও নিরাপত্তাচৌকি বৃদ্ধি করেছি। প্রতিনিয়ত সীমান্ত আধুনিক ও মানসম্পন্ন করা হচ্ছে। বিজিবিকে হেলিকপ্টার দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। সংস্থাগুলোর যা লাগে দেওয়া হবে। দেশকে মাদকমুক্ত করতে চাই।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!