হোম > অপরাধ

দুর্গাপূজায় জঙ্গি হামলা ও সাম্প্রদায়িক অস্থিরতার শঙ্কা ডিএমপির 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দুর্গাপূজায় জঙ্গি হামলাসহ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার বিকেলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৫০ যুবককে নিয়ে শঙ্কায় আছে পুলিশ। আসন্ন দুর্গাপূজায় তারা কোনো জঙ্গি তৎপরতা চালাতে পারে—এমন আশঙ্কা করে নিরাপত্তায় যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে।

মো. শফিকুল ইসলাম বলেন, পূজাকে কেন্দ্র করে দুই ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এর মধ্যে একটি হলো জঙ্গি হামলার। এ ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব রটিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির ঝুঁকিও আছে। এসব মোকাবিলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ কাজ করছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্ট দিয়ে এবং ভুয়া অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়ার একটি প্রবণতা সব সময়ই থাকে। গত বছর কুমিল্লার একটি মন্দিরে কোরআন শরিফ রাখা নিয়ে যে ঘটনা ঘটল, সে ধরনের অপচেষ্টা এ বছরও থাকতে পারে। মাসখানেক আগে থেকে আমরা এসব ঝুঁকি মোকাবিলায় কাজ করছি। এরই মধ্যে আমরা জানতে পেরেছি, প্রায় ৫০ জন ছেলে তাদের বাড়িঘর ত্যাগ করেছেন। তারা কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন, তা নিয়ে আমরা কাজ করছি এবং অনেক দূর এগিয়েছি। আশা করি, ফিল্ড অপারেশনে আসার আগেই আমরা তাদের ধরতে পারব।’

এ ছাড়া গুজব ছড়ানো রোধে সাইবার মনিটরিং চলছে বলেও নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। 

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়