হোম > অপরাধ

সালিস বৈঠকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে সালিস বৈঠক চলাকালে নেওয়াজ আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নেওয়াজ আলী উপজেলার মক্রমপুর বড়কান্দি গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বেশ কিছুদিন ধরে ওই গ্রামের মৃত সঞ্জব আলীর ছেলে ইউসূফ আলীর সঙ্গে জমিতে পানি সেচের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের নেওয়াজ আলীর। বিষয়টি সমাধানে গত শনিবার সন্ধ্যায় স্থানীয়ভাবে এক সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিস বৈঠক চলাকালে দুই পক্ষ বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। আহত নেওয়াজ আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি অজয় চন্দ্র দেব বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ