হোম > অপরাধ

শাকিব খানের ‘তাণ্ডব’ টেলিগ্রাম চ্যানেলে, ইউটিউবার টিপুসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘তাণ্ডব’ সিনেমার পোস্টারে শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির শিকার হয়েছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় ইউটিউবার টিপু সুলতানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম বিভাগ।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন—একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম।

বুধবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ৪ জুন ‘তাণ্ডব’ সিনেমাটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রথম পাইরেসি হয়। এরপর তা ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা করেন, যা পরে তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ডিবির সাইবার টিমের তদন্তে বেরিয়ে আসে পাইরেসির মূল উৎস এবং এতে জড়িতদের পরিচয়। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনের অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, “সিনেমার হল অপারেটর সাজেদুলকে জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, কোন সূত্র থেকে পাইরেটেড কপি পেয়েছেন। সেই সূত্র ধরে আরও দুজনের অবস্থান শনাক্ত হয়েছে। শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “পাইরেসি কোনোভাবেই ছোট অপরাধ নয়। এটা নির্মাতাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং পুরো চলচ্চিত্রশিল্পের ক্ষতি করে। এ কারণে আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।”

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও কপিরাইট আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়