হোম > অপরাধ

আদালতের আদেশ না মেনে জমি দখলের অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে রাতের আঁধারে ঘর বেঁধে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার শোভনা ইউনিয়নের শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদুরগাছার মৎস্য ব্যবসায়ী রুহুল আমিন মোল্লা ২০১২ সালে একই এলাকার সামছুর রহমান হালদারের কাছ থেকে ২৪ শতাংশ জমি কবলা মূলে কিনে নেন। ওই জমিতে রুহুল মাছ ও ধান চাষ করছেন। এ অবস্থায় একই এলাকার আজিজুল হালদার, মোশারফ হালদার, মুছা হালদার, সাইফুল ইসলাম নামের প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন অজুহাতে ওই জমি জবর দখলের পায়তারা করেন। একপর্যায়ে সোমবার রাতে ওই জমিতে ঘর তুলে দখল করে নেওয়ার চেষ্টা করের প্রতিপক্ষের লোকজন।

ভুক্তভোগী রুহুল আমিন মোল্লা বলেন, ‘যখন ওই জমি দখলের পাঁয়তারা শুরু হয় তখন আমি খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হই। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সে আদেশ অমান্য করে প্রতিপক্ষ রাতের আঁধারে ঘর তুলেছে।’

অভিযুক্তদের একজন আজিজুল হালদার বলেন, ‘জমিটি আমাদের, তাই দখল করেছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন, ‘জমিটি রুহুল আমীন মোল্লার কিনে নেওয়া। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ