হোম > অপরাধ

বড়লেখায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় খালেদুর রহমান (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নিজবাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত খালেদুর রহমান সুফিনগর গ্রামের আবু বক্করের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালেদুর মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরে স্বজনেরা অনেক ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় খালেদুর ঝুলে আছেন। সঙ্গে সঙ্গেই স্বজনেরা বিষয়টি পুলিশে জানায়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, স্বজনেরা জানিয়েছেন খালেদুর দু’বছর আগে এসএসসি পরীক্ষায় ফেল করেছেন। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

উপপরিদর্শক আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালেদুর আত্মহত্যা করেছেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ