হোম > অপরাধ

আ.লীগ নেতার প্রশ্রয়ে যুবদল নেতার চাঁদাবাজি

আবির হাকিম, ঢাকা

সড়ক না ট্রাকস্ট্যান্ড, দেখে বোঝার উপায় নেই। রাস্তার অর্ধেকটা দখল করে রাখা হয়েছে সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ। বাকি অংশ দিয়ে কোনোমতে একটি রিকশা বা গাড়ি চলাচলের জায়গাটুকু ফাঁকা আছে। ট্রাক-পিকআপের আড়ালে পড়েছে ফুটপাত। সেখানে নির্বিঘ্নে চলছে মাদকসেবন। পথচারীদের তাই সেখান দিয়ে হাঁটার সুযোগ নেই।

রাজধানীর বাংলামোটর-শাহবাগ লিংকরোডের (ময়মনসিংহ রোড) চিত্র এটি। ব্যস্ততম এ রাস্তা দিয়ে ফার্মগেট-কাওরানবাজার থেকে শাহবাগ-মতিঝিলগামী গাড়ি চলাচল করে। দেশের সবচেয়ে বড় টাইলসের মার্কেট এখানেই অবস্থিত।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, টাইলস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেনের প্রশ্রয়ে কলাবাগান থানা যুবদল নেতা শাহ আলম এবং যুবদলের আরও কয়েকজন মিলে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়ন নামে বাংলামোটরে শাখা কার্যালয় খুলে অবৈধ এ ট্রাকস্ট্যান্ডটি গড়ে তুলেছেন। প্রতিদিন ট্রাক পার্কিং ও ফুটপাত ভাড়া বাবদ এ এলাকা থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করেন তাঁরা।

সরেজমিন দেখা যায়, রাস্তা দখল করে ট্রাক রাখায় এবং ফুটপাতে টাইলস ও চা দোকান গড়ে ওঠায় এ রাস্তায় একটার বেশি গাড়ি চলাচল করতে পারে না। এ কারণে সারা দিনই এ সড়কে যানজট লেগে থাকে এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষেরা।

এ বিষয়ে জাকির হোসেন বলেন, আমি এখানে টাইলসের ব্যবসা করি। টাইলস মার্কেটের সামনে মালামাল ওঠা-নামার জন্য কিছু ট্রাক থাকে। ট্রাক এবং ফুটপাতে দোকান থেকে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু গরিব মানুষ এখানে ছোটখাটো দোকান করে। এখান থেকে কোনো চাঁদা তোলা হয় না।

শাহ আলম বলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়নের নেতা হিসেবে ড্রাইভারদের স্বার্থরক্ষার জন্য কাজ করি। এখানে চাঁদাবাজির কোনো সুযোগ নেই।

এদিকে মালিকদের সিদ্ধান্তে চালকেরা বাধ্য হয়ে এখানে ট্রাক রাখছেন বলে জানান ট্রাকচালক সাইদুল ইসলাম। তিনি বলেন, আমরা তো ট্রাকের চালক। মালিক এখানে রাখতে বলছেন বলেই আমরা রাখছি। এ জন্য কাউকে টাকা দিতে হলে তিনি দেন। আমরা কোনো ঝামেলার মধ্যে নেই।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে বলেন, এ রাস্তায় অবৈধ পার্কিং রোধে আমি কয়েকবার বিলবোর্ড লাগিয়ে ট্রাকমালিকদের অনুরোধ করেছিলাম। কিন্তু রাজনৈতিক আশ্রয়ে তাঁরা রাস্তাটি দখল করে রেখেছেন। আমি ইতিমধ্যে সিটি করপোরেশনে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। আশা করছি তারা ব্যবস্থা গ্রহণ করবে।

জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, অবৈধ স্থাপনা সরাতে আমাদের ভ্রাম্যমাণ আদালত এ রাস্তাটিতে কয়েকবার অভিযান পরিচালনা করেছে। নতুন করে গড়ে ওঠা এ ট্রাকস্ট্যান্ড সরাতে শিগগিরই আবার অভিযান পরিচালনা করা হবে এবং দখলকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে