হোম > অপরাধ

পাকিস্তানকে সমর্থন দুর্ভাগ্যজনক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ম্যাচে পাকিস্তানের পতাকা নিয়ে ‘বাংলাদেশিদের’ উল্লাসের ঘটনাকে দুর্ভাগ্যজনক মনে করছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি। 

সচিবালয়ে আজ রোববার স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

তিন মন্ত্রীকে উদ্দেশ করে একজন সাংবাদিক বলেন, মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে দৃষ্টিকটুভাবে স্টেডিয়ামে বাংলাদেশি কিছু সমর্থক পাকিস্তানকে সমর্থন করছে, সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কি না? 

জবাবে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা অবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। এটা দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে।’ 

একটি দলকে যে কেউ সমর্থন করতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য দলকে সমর্থন করা-একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে এটা কারও কাছেই শোভনীয় মনে হবে না। কবি অনেক আগে বলেছেন, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।...এমন কিছু তো থাকেই। দৃষ্টিতে যেহেতু আসছে এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেবে। বাংলাদেশের নাগরিক কি না, আমি ঠিক জানি না, আমরা বসে দেখব ইনশা আল্লাহ।’ 

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা নিয়ে দেশটিকে সমর্থন জানায় একদল বাংলাদেশি। একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানকে সমর্থন করা নিয়ে কথাও বলেছেন তাঁরা। ওই সাক্ষাৎকার প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ