হোম > অপরাধ

অতিরিক্ত জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের মোবাইল নম্বর ক্লোন করে ক্লিনিক মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত শনিবার বোদা পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বোদা থানা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বোদা থানায় ডিউটিরত উপপরিদর্শক জাহিদ হাসানের কাছে একটি ফোনকল আসে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে উপজেলার প্রতিটি ক্লিনিক মালিকের নাম ও মুঠোফোন নম্বর চাওয়া হয়। বিষয়টি জানানো হয় পেট্রল ডিউটিতে থাকা উপপরিদর্শক সাইফুল ইসলামকে। তিনি তিনটি ক্লিনিক ঘুরে পরিচালকের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠিয়ে দেন। পরে ক্লিনিকের পরিচালকদের ফোন দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার হুমকি দেওয়া হয়।

উপজেলার নিরাময় নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল সরকার বলেন, ‘পুলিশের মাধ্যমে যেহেতু বিষয়টি আমাদের বলা হয় তাই সেটি বিশ্বাস করি। কিন্তু বোদা থানা-পুলিশ বিষয়টি তদন্ত না করে আমাদের কাছে আসা ঠিক হয়নি।’

জননী ক্লিনিকের পরিচালক শাকিল বলেন, ‘ফোন পেয়ে টাকা জোগাড় করতে আমি অন্যত্র যাই। এর মধ্যে টাকা দিতে নিষেধ করে পুলিশ।’

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘একটি প্রতারক চক্র প্রতারণার ফাঁদ পেতেছিল, প্রশাসনের সতর্কতার কারণে সফল হতে পারেনি। এ ঘটনায় বোদা থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়