হোম > অপরাধ

বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর উত্তরায় পরিচালিত মেট্রো ট্রেড ইন্টারন্যাশনাল (আরএল-৩৭৪) নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে উত্তরার ৭ নম্বর সেক্টরের সোনারগাঁও সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে গতকাল শনিবার মানববন্ধন করেছেন অর্ধশতাধিক ভুক্তভোগী ও তাঁদের পরিবার।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, নজরুল ইসলাম ও মফিজুল ইসলাম নামের দুই সহোদর মেট্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি খুলে বিভিন্নজনের কাছ থেকে এ পর্যন্ত কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানটি উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুক্তভোগীদের স্বজনদের সৌদি আরব পাঠালেও সেখানে তাঁদের বৈধভাবে কাজ করার কাগজপত্র (আকামা) দেওয়া হয়নি।

বেলায়েত হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, তাঁর এক নারী স্বজনসহ মোট পাঁচজনকে সৌদি আরবে উচ্চ বেতনে কাজের ভিসা দেওয়ার কথা বলে মেট্রো ট্রেড ইন্টারন্যাশনালের মালিক নজরুল ইসলাম তাঁর কাছ থেকে ১৬ লাখ টাকা নেন। এখন পর্যন্ত ভিসা দিতে না পারায় টাকা ফেরত চাওয়ায় নজরুল ইসলাম তাঁর মাথা ফাটিয়ে দেন। পরে সাদা কাগজে সই রেখে মেট্রো ট্রেড কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দেয়।

প্রতারণার শিকার মনিরুজ্জামান সাগর বলেন, ‘২০১৯ সালে প্রতারক নজরুল ইসলাম ও তাঁর ভাই মফিজুল ইসলাম ২৩ লাখ টাকা নিয়ে যায়।

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার