সৌদি আরবে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর উত্তরায় পরিচালিত মেট্রো ট্রেড ইন্টারন্যাশনাল (আরএল-৩৭৪) নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে উত্তরার ৭ নম্বর সেক্টরের সোনারগাঁও সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে গতকাল শনিবার মানববন্ধন করেছেন অর্ধশতাধিক ভুক্তভোগী ও তাঁদের পরিবার।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, নজরুল ইসলাম ও মফিজুল ইসলাম নামের দুই সহোদর মেট্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটি খুলে বিভিন্নজনের কাছ থেকে এ পর্যন্ত কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানটি উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুক্তভোগীদের স্বজনদের সৌদি আরব পাঠালেও সেখানে তাঁদের বৈধভাবে কাজ করার কাগজপত্র (আকামা) দেওয়া হয়নি।
বেলায়েত হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, তাঁর এক নারী স্বজনসহ মোট পাঁচজনকে সৌদি আরবে উচ্চ বেতনে কাজের ভিসা দেওয়ার কথা বলে মেট্রো ট্রেড ইন্টারন্যাশনালের মালিক নজরুল ইসলাম তাঁর কাছ থেকে ১৬ লাখ টাকা নেন। এখন পর্যন্ত ভিসা দিতে না পারায় টাকা ফেরত চাওয়ায় নজরুল ইসলাম তাঁর মাথা ফাটিয়ে দেন। পরে সাদা কাগজে সই রেখে মেট্রো ট্রেড কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দেয়।
প্রতারণার শিকার মনিরুজ্জামান সাগর বলেন, ‘২০১৯ সালে প্রতারক নজরুল ইসলাম ও তাঁর ভাই মফিজুল ইসলাম ২৩ লাখ টাকা নিয়ে যায়।