হোম > অপরাধ

যুবলীগ নেতাকে কোপানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পূর্বশত্রুতার জেরে রাজশাহীতে যুবলীগ নেতাকে তুলে নিয়ে পিস্তলের বাঁট দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টা ও ছিনতাই মামলা তুলে না নেওয়ায় গত শনিবার তাঁকে নগরীর ভদ্রা এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। গতকাল রোববার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী জামিল আখতার রবিন। তিনি রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

লিখিত বক্তব্যে জামিল আখতার রবিন বলেন, ‘শনিবার রাত আটটার দিনে আমি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলাম। এ সময় নগরীর ভদ্রা মোড়ের অতিথি হোটেলের সামনে এলে তরিকুল ইসলাম তরিক, সনেটসহ সাত-আটজন অস্ত্রের মুখে আমাকে তুলে নিয়ে বালিয়াপুকুর এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যান। পরে সেখানে ২০১২ সালে দায়ের করা হত্যাচেষ্টা মামলা তুলে নিতে আমাকে চাপ দেন। কিন্তু এ বিষয়ে প্রক্রিয়া ও সময় লাগবে বলে জানালে তাঁরা আমাকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।’

জামিল আখতার রবিন আরও বলেন, মারধরে প্রচণ্ড রক্তক্ষরণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে একটি ওষুধের দোকানে নিয়ে যান। সেখান থেকে পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন।পরে চিকিৎসকেরা তাঁর মাথায় ছয়টি সেলাই দেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চিহ্নিত এসব সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য তরিকুল ইসলাম তরিককে মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!