হোম > অর্থনীতি > করপোরেট

৫ম বারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা এলপি গ্যাস

৫ম বারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা এলপি গ্যাস। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস টানা পঞ্চমবারের মতো ভরসা ও শ্রেষ্ঠত্বের শিখরে বাংলাদেশের এলপিজি ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১৬ তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে এলপি গ্যাস ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে ব্র্যান্ডটি।

গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বসুন্ধরা এল পি গ্যাস লিমিটেডের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন মো. রেদোয়ানুর রহমান (হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং), মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার), মো. আতাউর রহমান (এজিএম সেলস), অসিত সূত্রধর (ম্যানেজার, ক্রিয়েটিভ), মাইনুল হাসান (ডেপুটি ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং) এবং মাসুম বিল্লাহ (ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার)।

এই অর্জনের জন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ব্র্যান্ডটির অগণিত গ্রাহক, পরিবেশক, রিটেইলার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে আন্তর্জাতিক মানসম্পন্ন সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পরপর তিনবার অর্জন করেছিল বসুন্ধরা এলপি গ্যাস।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বিগত ১৬ বছর ধরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে দেশের সর্বাধিক প্রিয় ও সফল ব্র্যান্ডগুলোকে সম্মানিত করে আসছে। কঠোর পরিশ্রম এবং মানসম্মত সেবার মাধ্যমে অর্জিত এই সাফল্য প্রদর্শন ও উদ্যাপনই এই অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. রেদোয়ানুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং, বলেন, ‘বসুন্ধরা এলপি গ্যাস গ্রাহকদের ভরসার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। সেরা ব্র্যান্ডের স্বীকৃতি আমাদের পণ্য ও সেবার মান আরও উন্নত করতে উদ্দীপ্ত করবে।’

এই অর্জনের জন্য বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের সম্মানিত গ্রাহক, অংশীদার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন