প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি একটি যুগান্তকারী অংশীদারত্বের (ডিজিটাল কলাবোরেশন) ঘোষণা দিয়েছে।
রাজধানী ঢাকায় অবস্থিত ইউসিবির করপোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান আরফান আলী।
এ বিষয়ে আরিফ কাদরী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারত্ব। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি পাবে; যা গ্রাম ও গ্রামীণ অঞ্চলের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং আর্থিক খাতে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করবে।’
আরফান আলী বলেন, ‘আর্থিক খাতে অংশগ্রহণ বাড়াতে গ্রাহকদের জন্য ক্যাশ ইন, ক্যাশ আউট সেবা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পিওএস ও কিউআর মেশিন সুবিধা থাকবে। “প্রক্সি পেমেন্ট” পদ্ধতি অর্থনৈতিক ইকোসিস্টেমে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে আমরা আশাবাদী।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, জেডবিএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন ও পরিচালক শামীম আরা খানম।