ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের জন্য আয়োজিত ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আলকনা কে. চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএআইটিডির প্রধান এম এসামুল আরিফিন উপস্থিত ছিলেন।