হোম > অর্থনীতি

এনবিআরের আদেশ: বেসরকারিতে ভ্যাট আদায়কারীর শাস্তির বিধান অস্পষ্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভ্যাট আদায় করার যন্ত্র ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সরকারিভাবে বসানোর ব্যর্থতার পর কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডকে। গত সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধনের পর গতকাল সোমবার জেনেক্স ইনফোসিস ও ভ্যাটের বিভিন্ন দপ্তরের জন্য পরিপালনীয় বিষয়গুলো উল্লেখ করে সাধারণ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জারি করা আদেশে কীভাবে কাজ করতে হবে, তা উল্লেখ থাকলেও শাস্তির বিধান অস্পষ্ট।

আদেশে ইএফডি/এসডিসি স্থাপনযোগ্য প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা, স্থাপন ও প্রশিক্ষণ, মনিটরিং, সার্ভিস সেন্টার স্থাপন ও মেশিন মেরামত, প্রচার-প্রচারণা, দাখিলপত্র পেশকরণসহ অন্যান্য বিষয় উল্লেখ করা হয়েছে। তবে কাজ করতে ব্যর্থ হলে কিংবা কোনো অনিয়ম হলে শাস্তির বিধান উল্লেখ নেই আদেশে।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘তারা যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে কী হবে, সেটা দরপত্রে বলা হয়েছে। তারা পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ। কাজটা সহজ করার জন্য আমরা লিখে দিলাম। যাতে সহজে বোঝা যায় তারা কী কী করবে। আর সবই দরপত্রে লেখা আছে। কাজ করতে না পারলে তার পেমেন্ট আটকানো হবে অথবা অন্য কী ব্যবস্থা নেওয়া হবে, তা দরপত্রে উল্লেখ আছে।

যদিও দরপত্রে উল্লিখিত বিষয় জানার সুযোগ নেই সাধারণের। তাতে বেসরকারি খাতের এই প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে অস্পষ্টই থেকে গেল দেশের মানুষ ও ব্যবসায়ীরা। আদেশে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের ইএফডি মেশিন অকেজো হলে সর্বোচ্চ এক দিনের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। 

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত