হোম > অর্থনীতি

ক্রোকের সম্পত্তি নিলামে না তোলায় অগ্রণী ব্যাংককে ৩ লাখ টাকা জরিমানা

জয়নাল আবেদীন খান, ঢাকা 

সরকার পরিচালিত অগ্রণী ব্যাংক পিএলসিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত গ্রাহকের সম্পত্তি ক্রোক করার পর সেই সম্পদ নির্ধারিত সময়ে বিক্রি করে ঋণ সমন্বয় না করার দায়ে এই জরিমানা করা হয়েছে।

অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ সেই জরিমানা মওকুফের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আপিল করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অগ্রণী ব্যাংকের জরিমানার আপিল নাকচ করেছে। যার ফলে আজ বুধবার জরিমানা আদায়ে অগ্রণী ব্যাংককে চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।

খোঁজ নিয়ে জানা গেছে, অগ্রণী ব্যাংক আদালতের নির্দেশে কয়েকজন গ্রাহকের বিভিন্ন দাগে অস্থাবর সম্পত্তি, বাড়ি ও জমি ক্রোক করলেও তা বিক্রি করে ঋণ সমন্বয় করেনি। এর মধ্যে নির্ধারিত সময়ও পার হয়েছে। এই বিষয়গুলো অগ্রণী ব্যাংকের নন-ব্যাংকিং কার্যক্রম হিসেবে বিবেচিত। তাই এভাবে অর্জিত সম্পদ কাজে না লাগানোর দায় কোনোভাবে এড়াতে পারে না অগ্রণী ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইনের ১০-এর ১ ধারার ৭ নম্বরে বলা হয়েছে, ‘যাহা কিছুই থাকুক না কেন, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয় এমন কোনো স্থাবর সম্পত্তি, উহা যেভাবেই অর্জিত হইয়া থাকুক না কেন, কোনো ব্যাংক-কোম্পানি, উহা অর্জনের তারিখ হইতে সাত বৎসর বা এই আইন প্রবর্তনের তারিখ হইতে সাত বৎসর, যাহা পরে শেষ হয়, এর অধিক সময়সীমা অতিক্রান্ত হইবার পর স্বীয় অধিকারে রাখিবে না।’

এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের জরিমানার বিষয়ে আপিল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে তা খারিজ হয়েছে। জরিমানা আইন অনুযায়ী পরিশোধ করা হবে।’

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত