হোম > অর্থনীতি

সংস্কৃতির স্থবিরতা থেকে উত্তরণে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়: নাট্য পর্ষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এমনটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কিঞ্চিৎ বাড়ানো হয়েছে যা সামগ্রিক অর্থে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেই মনে করি। সংস্কৃতি একটি রাষ্ট্র ও জাতির এমন অপরিহার্য অঙ্গ, যার নিরন্তর চর্চা ও বিকাশ একটি জাতির যেমন মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে তেমনি স্বকীয় আত্মপরিচয় ও মর্যাদাকে তুলে ধরে বিশ্বময়। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই গুরুত্বপূর্ণ খাতটি সব সময় অবহেলিত।

বাংলাদেশে বিভিন্ন শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীরা উল্লেখযোগ্য কোন রকম আর্থিক প্রণোদনা ছাড়াই অতি সীমিত সুবিধাদি নিয়ে বছরের পর বছর এদেশের সাংস্কৃতিক কাঠামো বিনির্মানে ভূমিকা রেখে চলেছেন। সাংস্কৃতিক কর্মীদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে শুরু হয়েছে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক শিল্প চর্চা। এ ক্ষেত্রে থিয়েটার সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এতো কিছুর পরও আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। কোন এক কুচক্রি মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের পক্ষ থেকে আমরা মনে করি, সংস্কৃতি চর্চার এই স্থবিরতা থেকে উত্তরণের জন্যে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়। আমরা সরকারকে আহবান জানাচ্ছি, সাংস্কৃতিক কর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে একটি ভবিষ্যত কর্ম-পরিকল্পনা প্রনয়ন করুন এবং স্বচ্ছতা ও জবাবদিহীতার আলোকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করুন, যাতে সারা দেশে নবনির্মিত শিল্পকলা একাডেমির ভবনগুলো শিল্প চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত