হোম > অর্থনীতি

সংস্কৃতির স্থবিরতা থেকে উত্তরণে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়: নাট্য পর্ষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এমনটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কিঞ্চিৎ বাড়ানো হয়েছে যা সামগ্রিক অর্থে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেই মনে করি। সংস্কৃতি একটি রাষ্ট্র ও জাতির এমন অপরিহার্য অঙ্গ, যার নিরন্তর চর্চা ও বিকাশ একটি জাতির যেমন মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে তেমনি স্বকীয় আত্মপরিচয় ও মর্যাদাকে তুলে ধরে বিশ্বময়। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই গুরুত্বপূর্ণ খাতটি সব সময় অবহেলিত।

বাংলাদেশে বিভিন্ন শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীরা উল্লেখযোগ্য কোন রকম আর্থিক প্রণোদনা ছাড়াই অতি সীমিত সুবিধাদি নিয়ে বছরের পর বছর এদেশের সাংস্কৃতিক কাঠামো বিনির্মানে ভূমিকা রেখে চলেছেন। সাংস্কৃতিক কর্মীদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে শুরু হয়েছে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক শিল্প চর্চা। এ ক্ষেত্রে থিয়েটার সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এতো কিছুর পরও আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। কোন এক কুচক্রি মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের পক্ষ থেকে আমরা মনে করি, সংস্কৃতি চর্চার এই স্থবিরতা থেকে উত্তরণের জন্যে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়। আমরা সরকারকে আহবান জানাচ্ছি, সাংস্কৃতিক কর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে একটি ভবিষ্যত কর্ম-পরিকল্পনা প্রনয়ন করুন এবং স্বচ্ছতা ও জবাবদিহীতার আলোকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করুন, যাতে সারা দেশে নবনির্মিত শিল্পকলা একাডেমির ভবনগুলো শিল্প চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত