হোম > অর্থনীতি

সংস্কৃতির স্থবিরতা থেকে উত্তরণে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়: নাট্য পর্ষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এমনটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কিঞ্চিৎ বাড়ানো হয়েছে যা সামগ্রিক অর্থে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেই মনে করি। সংস্কৃতি একটি রাষ্ট্র ও জাতির এমন অপরিহার্য অঙ্গ, যার নিরন্তর চর্চা ও বিকাশ একটি জাতির যেমন মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে তেমনি স্বকীয় আত্মপরিচয় ও মর্যাদাকে তুলে ধরে বিশ্বময়। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই গুরুত্বপূর্ণ খাতটি সব সময় অবহেলিত।

বাংলাদেশে বিভিন্ন শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীরা উল্লেখযোগ্য কোন রকম আর্থিক প্রণোদনা ছাড়াই অতি সীমিত সুবিধাদি নিয়ে বছরের পর বছর এদেশের সাংস্কৃতিক কাঠামো বিনির্মানে ভূমিকা রেখে চলেছেন। সাংস্কৃতিক কর্মীদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে শুরু হয়েছে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক শিল্প চর্চা। এ ক্ষেত্রে থিয়েটার সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এতো কিছুর পরও আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। কোন এক কুচক্রি মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের পক্ষ থেকে আমরা মনে করি, সংস্কৃতি চর্চার এই স্থবিরতা থেকে উত্তরণের জন্যে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়। আমরা সরকারকে আহবান জানাচ্ছি, সাংস্কৃতিক কর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে একটি ভবিষ্যত কর্ম-পরিকল্পনা প্রনয়ন করুন এবং স্বচ্ছতা ও জবাবদিহীতার আলোকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করুন, যাতে সারা দেশে নবনির্মিত শিল্পকলা একাডেমির ভবনগুলো শিল্প চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে।

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল