হোম > অর্থনীতি

গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা আংশিক চালু

আজকের পত্রিকা ডেস্ক­

গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা আংশিক চালু। ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের কারখানা আংশিক চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। তথ্যমতে, গ্লোবাল হেভি কেমিক্যালসের কেরানীগঞ্জের হাসনাবাদের কারখানা বন্ধ হয়েছিল গত ১৫ অক্টোবর।

আজ বৃহস্পতিবার থেকে কারখানাটির কিছু ইউনিটের কাজ সীমিত আকারে শুরু করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, কারখানা সাময়িক বন্ধ হওয়ায় যেসব কর্মকর্তা ও কর্মচারী চলে গেছেন, তাঁদের সব পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৪৪ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬৮ পয়সায়। ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। বছরটিতে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৫৭ পয়সা।

যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেল শ্রীলঙ্কা

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু