হোম > অর্থনীতি

কারখানায় গ্যাস–বিদ্যুতে ভর্তুকি চান এমসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি চাইছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। শনিবার (২৫ ফেব্রুয়ারি) এমসিসিআই কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম।

এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকার থেকে একটা ঘোষণা এসেছে প্রতি মাসে বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করা হবে, যদি বিদ্যুতের দাম ইন্ডাস্ট্রি লেভেলে বেড়ে যায় তাহলে তা সব ক্ষেত্রেই প্রভাব ফেলবে। ব্যবসায়ী হিসেবে সরকারকে অনুরোধ করব, আমাদের কোনোভাবে সহনীয় পর্যায়ে ভর্তুকি দিয়ে সাহায্য করা যায় কি না। আমাদের কস্ট অব প্রোডাকশন যদি ধরে রাখতে পারি, তাহলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারব।’

কাঁচামালের আমদানি কমে গেলে তা ব্যবসায়ীদের জন্য চিন্তার কারণ হবে উল্লেখ করে এমসিসিআই সভাপতি বলেন, ‘ডলার সাশ্রয় করতে আমাদের সরকার কিছু উদ্যোগ নেওয়ায় গত ছয় মাসে পণ্য আমদানি হয়েছে ৩৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার। আমদানি কমেছে ২ দশমিক ১৩ শতাংশ। ডলার সাশ্রয় করতে সরকারকে বিলাসপণ্যে আমদানি কমাতে হবে। কাঁচামালের আমদানি কমে গেলে তা ব্যবসায়ীদের জন্য চিন্তার কারণ হবে।’ 

ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার আহ্বান জানিয়ে মো. সাইফুল ইসলাম আরও বলেন, ‘ব্যবসা করতে গেলে প্রতি বছর ট্রেড লাইসেন্স রিনিউ করা লাগে। বিশ্বের অন্য কোনো দেশে তা নেই। আমদানি–রপ্তানির লাইসেন্সের মেয়াদ কিন্তু পাঁচ বছর করা হয়েছে। আমরা চাই আমাদের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের মেয়াদও পাঁচ বছর করা হোক। কলকারখানার লাইসেন্সের মেয়াদও যদি পাঁচ বছরের জন্য দেওয়া হয় তাহলে ইজ অব ডুয়িং বিজনেস অনেক দূর এগিয়ে যাবে।’

ছয় মেগা প্রকল্পের মেয়াদ আবার বাড়াচ্ছে সরকার

নিষিদ্ধ করতে চায় সরকার, আপত্তি খাতসংশ্লিষ্টদের

আড়াই লাখ ছাড়িয়ে সোনার দামে নতুন রেকর্ড

নিপ্পন পেইন্টকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

পরিবারতন্ত্রের মাধ্যমে দেশের ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে: গভর্নর