হোম > অর্থনীতি

এক লটারি জিতেই বিলিয়নিয়ার, রাতারাতি টেলর সুইফটের চেয়েও ধনী

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একজন ভাগ্যবান লটারি বিজয়ী পাওয়ারবলে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার জিতে রাতারাতি বিলিয়নিয়ার বনে গেছেন। তিনি এখন মার্কিন পপ তারকা টেলর সুইফটের চেয়েও ধনী! 

গত সপ্তাহে প্রকাশিত ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় স্থান করে নিয়েছেন টেলর সুইফট। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। শুধু গান গেয়ে বিলিয়নিয়ার হওয়ার একমাত্র রেকর্ডটিও এখন সুইফটের ঝুলিতে।

তবে ফোর্বসের পরবর্তী তালিকায় ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের ওই লটারি বিজয়ী টেলর সুইফটের সেই মুকুট ছিনিয়ে নিতে পারেন। 

গত শনিবার (৬ এপ্রিল) ড্রয়ের ফল প্রকাশের দুই দিন পর ভাগ্যবান বিজয়ী তাঁর পুরস্কার দাবি করেন। লটারির পরিচালক মাইক ওয়েলস বলেন, এটি ওরেগন লটারির জন্য একটি অভূতপূর্ব জ্যাকপট জয়। পুরস্কারের অর্থ হস্তান্তরের আগে বিজয়ীকে যাচাই করার জন্য আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করছি। 

লটারির নগদ পুরস্কারের ওপর ফেডারেল ট্যাক্স রয়েছে। এর পরও যে পরিমাণ টাকা ওই বিজয়ী হাতে পাবেন, তা তাঁর জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। 

সংবাদমাধ্যম এবিসি ৭ শিকাগোর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে প্রযুক্তিগত সমস্যার কারণে ড্র বিলম্বিত হয়েছিল। পরে সেদিনই বিজয়ী ঘোষণা করা হয়। গত সোমবার পর্যন্ত বিজয়ীদের টিকিট প্রদর্শনের সুযোগ ছিল। বর্তমানে সবার দাবি যাচাই করা হচ্ছে। বাকিদের নাম এখনো ঘোষণা করা হয়নি। দ্বিতীয় বিজয়ী ১ লাখ ডলার পাবেন। 

লটারির আয়োজক প্লেইড প্যান্ট্রির প্রেসিডেন্ট ও সিইও জোনাথন পোলনস্কি বলেছেন, ‘ওরেগনে প্লেইড প্যান্ট্রির ১০৪টি স্টোরের মধ্যে একটি থেকে ১৩০ কোটি বিলিয়ন ডলারের পাওয়ারবল টিকিট বিক্রি হয়েছে এটি জেনে আমরা রোমাঞ্চিত।’ 

তিনি বলেন, ‘যে স্টোর থেকে টিকিটটি বিক্রি হয়েছে, সেটি আমাদের সবচেয়ে নতুন এবং সবচেয়ে প্রিয় স্টোরগুলো একটি। ওরেগন লটারি থেকে আয় অঙ্গরাজ্যের সবাইকে উপকৃত করে। আমরা শুরু থেকেই ওরেগন লটারির গর্বিত অংশীদার। ভাগ্যবান বিজয়ীকে অভিনন্দন।’

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস