হোম > অর্থনীতি

কম দামে ভালো পণ্য যারা দেবে, তাদের থেকেই আমদানি: অর্থ উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা প্রতিযোগিতামূলক মূল্য দেবে, দ্রুত দেবে এবং মানসম্মত পণ্য দেবে, তাদের থেকেই আমরা পণ্য আনব (আমদানি করব)। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গেও কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি ঢুকবে না।’

গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে চলমান কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন, বাংলাদেশে কিছু রপ্তানি করা হবে না। এ ব্যাপারে কূটনৈতিক দেনদরবার করা হয়েছে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেটা কূটনীতিকেরা দেখবেন।’ ভারতে চাল ও পেঁয়াজ উৎপাদন হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘যখন অতিরিক্ত থাকবে তখন এগুলো তারা কোথায় বিক্রি করবে?’

নিত্যপণ্যের দাম নিয়ে উপদেষ্টা বলেন, ‘নিত্যপণ্যের দাম একেবারে যে স্থিতিশীল না, সে বিষয়ে আমি সম্মত নই। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। আজ আমরা চাল ও মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছি। দুটিই খাদ্যপণ্য। আগেও এ ধরনের পণ্য আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়েছে, সেটা কীভাবে, কতটুকু আনা যায়, সে বিষয়ে আলাপ করেছি। ইতিমধ্যে আমদানি হচ্ছে।’

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত