হোম > অর্থনীতি

গেটওয়েতে আটকা ই-অরেঞ্জ গ্রাহকদের ৪ কোটি টাকা ফেরত চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জে পণ্য কিনতে গিয়ে ৫১ জন গ্রাহকের ৩ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকার পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। ওই টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

ই-কমার্স কাস্টমারস অ্যাসোসিয়েশন এবং ই-অরেঞ্জের ৫১ গ্রাহকের পক্ষে আজ শনিবার এ নোটিশ পাঠান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

বাণিজ্য সচিব, অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যংকের গর্ভনর, নগদ, বিকাশ, এসএসএল কমার্জ পেমেন্ট গেটওয়েসহ ১২ জনকে এই নোটিশ দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।   

গ্রাহকদের টাকা ফেরত, দুদকের মাধ্যমে ই–অরেঞ্জ কর্তৃক পাচারকৃত অর্থের পরিমাণ নিরুপণ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাণিজ্য মন্ত্রণালয় ই-অরেঞ্জের গ্রাহকদের স্বার্থ রক্ষায় কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সেটিও নোটিশে জানাতে বলা হয়েছে।

এ ব্যাপারে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, ‘ই–কমার্স প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ ফেরত প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। গত কয়েক বছরে সরকারের কার্যকর নজরদারির অভাবে ই-অরেঞ্জ গ্রাহকদের প্রলুব্ধ করে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। নোটিশের প্রাপকেরা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না।’

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা