হোম > অর্থনীতি

এলপি গ্যাসের দাম আরও কমল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমায় দেশের ভোক্তাদের জন্য দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা দাম মূল্য সংযোজন কর (মূসক)-সহ ৯০৬ টাকা থেকে ৬৪ টাকা কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ জুন) থেকে কার্যকর হবে নতুন দাম।

তবে উৎপাদন পর্যায়ে খরচের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে নির্ধারিত ৫৯১ টাকাই থাকছে। আজ সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে এ সংস্থা। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। 

এপ্রিলে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। চলতি মাসে সেটি কমে দাঁড়ায় ৯০৬ টাকায়।

আর গাড়িতে ব্যবহৃত এলপিজি (অটোগ্যাস)-এর নতুন দাম প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে ৪১ টাকা ৭৪ পয়সা।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, যেহেতু আমদানি পর্যায়ের দামের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রা মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি। এলপিজি যেহেতু প্রপেন আর বিউটেনের সংমিশ্রণ। তাই ৩৫: ৬৫ অনুপাতে প্রোপেন আর বিউটেনের বিবেচনায় প্রতি টন এলিপিজির আমদানি খরচ ৪৮২ মার্কিন ডলার ধরে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ