হোম > অর্থনীতি

ক্রেডিট কার্ডের সুদহার বাড়ল, কার্যকর ১ জানুয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

নীতি সুদহার বাড়ার জেরে এবার ক্রেডিট কার্ডের সুদহার বাড়িয়ে নতুন করে নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন বছর থেকে কোনো ব্যাংক ক্রেডিট কার্ডে ২৫ শতাংশের বেশি সুদ নিতে পারবে না।

এর আগে যেটা ২০ শতাংশ ছিল। ক্রেডিট কার্ডে সুদ আরোপ শুরু হবে ঋণ পরিশোধের নির্ধারিত সময়ের পর। নতুন এ নির্দেশনা নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ক্রেডিট কার্ড সীমার বিপরীতে ঋণসুবিধা প্রদানসহ সুদহার যৌক্তিক এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণে ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণের নির্দেশনা আছে। তবে সুষ্ঠু ঋণঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতে এবং নীতি সুদহার ও ব্যাংকসমূহের ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হলো। ব্যাংকগুলোর ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগান সাপেক্ষে এ সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে।

নির্দেশনায় আরও বলা হয়, ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহ তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণকরত মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে দেশের ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪৫ দিন পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ দেয়। ক্রেডিট কার্ডে ঋণসীমার বিপরীতে ৫০ শতাংশের বেশি নগদ উত্তোলন করা যায় না।

মাসের একটা নির্দিষ্ট দিনে ক্রেডিট কার্ডের যাবতীয় হিসাবনিকাশ প্রস্তুত করা হয়। যে তারিখে কার্ড বরাদ্দ হয়, সে তারিখেই ওই কার্ডের স্টেটমেন্ট তৈরি হয়ে থাকে। একবার স্টেটমেন্ট প্রস্তুত হওয়ার পর পরের স্টেটমেন্ট তৈরি হওয়া পর্যন্ত অতিরিক্ত দিনসহ ব্যাংকভেদে প্রায় ৫০ দিনের সুদমুক্ত সময় পাওয়া যায়। আর অতিরিক্ত দিনে বিল মিটিয়ে দিলে সুদ গুনতে হয় না। এটিএম থেকে নগদ টাকা তুললে সে ক্ষেত্রে এ সুদমুক্ত সময় প্রযোজ্য হয় না।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত