হোম > অর্থনীতি

পেট্রোবাংলায় নিয়োগসংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নিয়োগ নিয়ে একটি অসাধু চক্র প্রতারণা করার চেষ্টা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ রোববার (১৩ জুলাই) উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অসাধু চক্র পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের নাম, ঠিকানা, ভুয়া স্মারক নম্বর ও স্বাক্ষর ব্যবহার করে সাদা কাগজে প্রতারণামূলকভাবে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারিত করার চেষ্টা করছে। বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

এতে বলা হয়, পেট্রোবাংলার সব নিয়োগসংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিগুলোর কেন্দ্রীয় নিয়োগে প্রাথমিকভাবে সুপারিশ করা প্রার্থীদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রক্রিয়া শেষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হলে তা পেট্রোবাংলার ওয়েবসাইটে (www.petrobangla.org.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের এসব ভুয়া নিয়োগপত্রে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার বিষয়ে সবাইকে সতর্ক করা হলো। নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজন হলে পেট্রোবাংলার ওয়েবসাইট বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক