আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে যোগাযোগ খাতের প্রায় সব বিভাগেই বরাদ্দ কমেছে। তবে বড় পরিবর্তন কেবল মেট্রোরেলে। এ খাতে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে প্রায় দ্বিগুণ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনা করছে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের জাতীয় বাজেটে বরাদ্দ পেয়েছে ডিএমটিসিএল।
বাজেট নথি পর্যালোচনা করে দেখা গেছে, চলতি অর্থবছরে (২০২৪-২৫) ডিএমটিসিএলের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের এই প্রতিষ্ঠানের জন্য ১১ হাজার ৪৬৯ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। সেই হিসাবে বরাদ্দ বেড়েছে ৫ হাজার ৪৩ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ, আগের চেয়ে প্রায় দ্বিগুণ।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এখন মেট্রোরেলে নিয়মিত যাত্রী পরিবহন হচ্ছে। মতিঝিলের ট্রেন কমলাপুরে যাওয়ার পথে আছে। সেই সঙ্গে ঢাকায় আরও পাঁচ লাইনে মেট্রোরেল নির্মাণকাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।