হোম > অর্থনীতি

বিএসইসির নতুন কমিশনার মো. সাইফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মো. সাইফুদ্দিন। ছবি: সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুদ্দিন। আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।

আদেশে বলা হয়, মো. সাইফুদ্দিন, সিএফএ–কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম বা সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩–এর ধারা ৫(২) মোতাবেক তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে বিএসইসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন-ভাতা ও অন্য সুবিধাগুলো সরকারের সঙ্গে সম্পন্ন করা চুক্তি দ্বারা নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মো. সাইফুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমিও জানতে পেরেছি, তবে এখনো চিঠি হাতে পৌঁছেনি। সরকারের আদেশ অনুযায়ী ফর্মালিটিজ পূরণ হয়ে গেলে অফিশিয়ালি এ বিষয়ে কথা বলা যাবে।’

আর্থিক খাতে ১৬ বছরের অধিক সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে মো. সাইফুদ্দিনের। ২০০৯ সালে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের এমডি হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০০১ সালে রিয়েল এস্টেট ফাইন্যান্স ইউনিটে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে আইডিএলসিতে যোগ দেন। বর্তমান পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি পারসোনাল ফাইন্যান্স ডিভিশনের ক্রেডিট ও কালেকশন বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

মো. সাইফুদ্দিন ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএস ডিগ্রি লাভ করেন।

বিবিএসের জরিপ: দেশে পেঁয়াজ, ভুট্টা, সরিষা ও সবজির উৎপাদন বেড়েছে

বিপিআইয়ের সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব সাফির রহমান

ক্যাব ও বিএসটিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

থ্রি-হুইলারের লাইসেন্স ও রুট পারমিটের নীতিমালা বাস্তবায়ন করলে অর্থনীতির গতি বাড়বে: সিপিডি

ইস্টার্ন ব্যাংক ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ জিতল নগদ

ঢাকায় চার দিনের আবাসন মেলার শুরু বুধবার

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে