হোম > অর্থনীতি

মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে কানাডার সঙ্গে আলোচনা

বাসস, ঢাকা  

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও কানাডার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরুর সম্ভাবনা রয়েছে। এ-সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠকে এ বিষয়টি গুরুত্ব পায়। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

কানাডার একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পল থপিল। দলে গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার ও এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং অংশ নেন।

পররাষ্ট্রসচিব কানাডার বাজারে বাংলাদেশি পণ্যের জন্য বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত সুবিধার প্রশংসা করেন। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (এফআইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ওষুধশিল্প, প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার আরও বিনিয়োগ আহ্বান করেন।

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি