হোম > অর্থনীতি

প্যারামাউন্ট সোলারের ২ কোটি ৯০ লাখ শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্যারামাউন্ট সোলার লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি শেয়ার কিনবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। মূলত বিনিয়োগে বৈচিত্র্য আনতে এই বিনিয়োগ করা হবে। ১০ টাকা দরে এই শেয়ার কিনবে কোম্পানিটি। অর্থাৎ মোট ২৮ কোটি ৯৯ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

তথ্যমতে, নতুন এই বিনিয়োগের পর প্যারামাউন্ট সোলার লিমিটেড কোম্পানিতে প্যারামাউন্ট টেক্সটাইলের মোট শেয়ার ধারণের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি। এতে এই সৌরবিদ্যুৎ কোম্পানিটির ৯৯ দশমিক ৯৯ শতাংশ মালিকানা যাবে প্যারামাউন্ট টেক্সটাইলের হাতে।

এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা কমেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় করেছিল কোম্পানিটি।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১ টাকা ৬৭ পয়সা; গত বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৪২ টাকা ৭১ পয়সা।

গত এক বছরে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৪ টাকা ও সর্বনিম্ন ছিল ৪১ টাকা ১০ পয়সা।

প্যারামাউন্ট গত কয়েক বছরে তেমন একটা বোনাস দেয়নি। ২০২৩ ও ২০২২ সালে ১০ শতাংশ; ২০২১ সালে ২০ ও ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এ ছাড়া ২০২১ ও ২০২০ সালে ৫ শতাংশ, ২০১৯ সালে ৯ শতাংশ ও ২০১৮ সালে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই