হোম > অর্থনীতি

বাণিজ্যিক ব্যবধান কমাতে ভিয়েতনামে রপ্তানি বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যিক ব্যবধান কমাতে বাংলাদেশি উদ্যোক্তাদের ভিয়েতনামে আরও বেশি হারে পণ্য রপ্তানি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা পরিচালনায় সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামার ক্ষেত্রে সময় হ্রাসসহ বন্দরের অন্যান্য সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এসব কথা বলেন। 

আজ বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ সফররত ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিয়েতনামের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত। 

ভিয়েতনামের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের পণ্য আমদানি বিবেচনায় ভিয়েতনামের অবস্থান ১৮ তম। তবে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান ৪৪ তম। তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৭৩৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। যেখানে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৭৮ দশমিক ৬ এবং ৬১ দশমিক ২৯ মিলিয়ন ডলার। 

শিল্প খাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে ভিয়েতনামের প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান তিনি। ভিয়েতনামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দেন তিনি। 

]অনুষ্ঠানে ভিয়েতনামের প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশ ভিয়েতনাম থেকে নির্মাণ উপকরণ পাথর, ক্লিংকার, খাদ্যজাত পণ্য ও মসলা আমদানি করতে পারে। তাঁরা বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ ভিয়েতনামে রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন। 

আলোচনা সভায় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ, সহসভাপতি মনোয়ার হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা