হোম > অর্থনীতি

নতুন দুই রুটে শুরু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরাঞ্চল ও যশোরের মানুষের সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মেলবন্ধনে এগিয়ে এল ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামীকাল বৃহস্পতিবার থেকে বেসরকারি এ বিমান সংস্থাটি যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ফ্লাইট রুটের মাধ্যমে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের কষ্ট লাঘবে এক নবদিগন্তের সূচনা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যশোর বিমানবন্দর সকাল ৯টা ও সৈয়দপুর বিমানবন্দর সকাল ১১টায় ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ সময় উপস্থিত থাকবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সৈয়দপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং একই দিন দুপুর ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে বিমান। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সেটি যাত্রা করবে যশোরের উদ্দেশে। এ ছাড়া পর্যটকদের সময় ও অর্থ সাশ্রয় করার উদ্দেশে যশোর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে। 

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই