হোম > অর্থনীতি

নতুন দুই রুটে শুরু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরাঞ্চল ও যশোরের মানুষের সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মেলবন্ধনে এগিয়ে এল ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামীকাল বৃহস্পতিবার থেকে বেসরকারি এ বিমান সংস্থাটি যশোর থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ফ্লাইট রুটের মাধ্যমে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের কষ্ট লাঘবে এক নবদিগন্তের সূচনা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যশোর বিমানবন্দর সকাল ৯টা ও সৈয়দপুর বিমানবন্দর সকাল ১১টায় ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ সময় উপস্থিত থাকবেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সৈয়দপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং একই দিন দুপুর ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করবে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে বিমান। একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সেটি যাত্রা করবে যশোরের উদ্দেশে। এ ছাড়া পর্যটকদের সময় ও অর্থ সাশ্রয় করার উদ্দেশে যশোর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে। 

মাদুরো আটকের পর সোনার দাম চড়া

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশ

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

ইপিবির প্রতিবেদন: বহুমাত্রিক চাপে ডিসেম্বরে রপ্তানি আয় কমল ১৪%

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে তেলের দাম বাড়বে নাকি কমবে

দেশে খাদ্য মজুত পাঁচ বছরে সর্বোচ্চ, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা