হোম > অর্থনীতি

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ব্যাংকিং খাত সংস্কারের মাধ্যমে সক্ষমতা বাড়াতে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার (১৭৫ কোটি ডলার) ঋণে সম্মতি দিয়েছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে এডিবি তিন ধাপে ১৩০ কোটি ডলার আর বিশ্বব্যাংক দেবে ৪০ থেকে ৪৫ কোটি ডলার। এ অর্থ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, বিশ্বব্যাংকের সঙ্গে ৪০ কোটি ডলারের ঋণের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আরও বাড়তি ৫ কোটি ডলার চাওয়া হলে ইতিবাচক সম্মতি মিলেছে। এ ছাড়া ব্যাংক খাত সংস্কারে এডিবি ১৩০ কোটি ডলার ঋণ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। তাদের ঋণ দুর্বল ব্যাংকগুলোকে পুনর্মূলধন হিসেবে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

শেখ হাসিনা সরকারের আমলে নাজুক পরিস্থিতি তৈরি হয় অন্তত ১০টি ব্যাংকের। সরকার পতনের পর ব্যাংক খাত সংস্কারে জোর দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু তারল্য সহায়তার বিষয়টি জোরালোভাবে সামনে চলে আসে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংক ও এডিবির ঋণ নিয়ে আলোচনা চলমান রয়েছে। তাদের ঋণ বিষয়ে বিস্তারিত তথ্য বৈঠক শেষে জানানো হবে।

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই