হোম > অর্থনীতি

নির্মাণ ও আবাসনশিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

সেমস গ্লোবালের আয়োজনে শুরু হয়ে তিনদিনব্যাপী দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক প্রদর্শনী। ছবি: সংগৃহীত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ছয়টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনীগুলো হলো—‘২৯তম বিল্ড বাংলাদেশ—২০২৪’, ‘২৩তম রিয়েল এস্টেট এক্সপো—২০২৪’, ‘ষষ্ঠ ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো—২০২৪’, ‘২৬তম পাওয়ার বাংলাদেশ—২০২৪’, ‘২১ তম সোলার বাংলাদেশ—২০২৪’ এবং ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো—২০২৪’।

এসব প্রদর্শনীর আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)।

আজ বৃহস্পতিবার প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস এস সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।

প্রদর্শনীতে পাঁচ শতাধিক বুথসহ ২০টি দেশের ১৯৫ টির বেশি কোম্পানি অংশগ্রহণ করছে। নির্মাণ, আবাসন ও বিদ্যুৎ শিল্পবিষয়ক প্রদর্শনীতে আরও থাকছে ওয়াটার, সোলার এবং লাইটিং পণ্যের সমাহার। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রদর্শনী চলাকালে সংশ্লিষ্ট শিল্পবিষয়ক তিনটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের