হোম > অর্থনীতি

২০২৩ সালে দুবাইয়ের জিডিপিতে অ্যাভিয়েশন খাতের অবদান ২৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুবাইয়ের অর্থনীতিতে অ্যাভিয়েশন খাতের প্রভাব বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে এমিরেটস গ্রুপ ও দুবাই এয়ারপোর্টস। আজ বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে আর্থিক প্রবৃদ্ধি ও যাত্রী বৃদ্ধির ভিত্তিতে অ্যাভিয়েশন খাতের ঊর্ধ্বমুখী প্রবণতার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

অর্থনীতি বিষয়ক পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান ‘অক্সফোর্ড ইকোনমিস’ কর্তৃক তৈরি এই প্রতিবেদনে দুবাইয়ের অর্থনৈতিক কার্যক্রম বেগবানে অ্যাভিয়েশন খাতের সরাসরি প্রভাব, পরোক্ষভাবে সরবরাহ ব্যবস্থা ও স্থানীয় অ্যাভিয়েশন কর্মীদের ইতিবাচকভাবে প্রভাব তুলে ধরা হয়েছে। আরব আমিরাতের পর্যটন খাতের আয় বৃদ্ধিতে দুবাই অ্যাভিয়েশনের প্রভাবক ভূমিকাও গবেষণা প্রতিবেদনে স্থান পেয়েছে।

এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং দুবাই এয়ারপোর্টসের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, ‘অদ্যাবধি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলে দুবাই অ্যাভিয়েশন খাত মূল স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে এবং উন্নয়ন অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

দুবাই অর্থনীতিতে অ্যাভিয়েশন খাতের অবদান

২০২৩ সালে দুবাইয়ের জিডিপিতে অ্যাভিয়েশন খাতের অবদান ছিল ৩৭ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ২৭ শতাংশ। দুবাই অ্যাভিয়েশন খাতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এমিরেটস গ্রুপ, দুবাই এয়ারপোর্টস ও এই খাতের অন্যান্য প্রতিষ্ঠান (ফ্লাইদুবাই, দুবাই ডিউটি ফ্রি, দুবাই অ্যাভিয়েশন প্রকৌশল প্রকল্প, দুবাই পুলিশ, দুবাই কাস্টমস, দুবাই ইমিগ্রেশন, দুবাই এয়ার নেভিগেশন সার্ভিসেস, সিভিল অ্যাভিয়েশন অথোরিটি, জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স, দুবাই অ্যাভিয়েশন সিটি করপোরেশন ইত্যাদি)। এমিরেটস এবং দুবাই এয়ারপোর্টসের বিভিন্ন কার্যক্রমের ফলে দুবাই অ্যাভিয়েশন খাতের প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ২০৩০ সাল নাগাদ দুবাই জিডিপিতে অ্যাভিয়েশন খাতের অবদান ৩২ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

দুবাই অ্যাভিয়েশন খাতে ২০২৩ সালে মোট কর্মস্থানের সংখ্যা ছিল ৬ লাখ ৩১ হাজার। ২০৩০ সাল নাগাদ এই খাতে আরও ১ লাখ ৮৫ হাজার কর্মস্থান সৃষ্টি হয়ে মোট কর্মস্থানের সংখ্যা ৮ লাখ ১৬ হাজারে উন্নীত হবে।

দুবাই অ্যাভিয়েশন ও পর্যটন

দুবাইয়ে আন্তর্জাতিক পর্যটনের প্রবৃদ্ধিতে অ্যাভিয়েশন খাত চালিকা শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। ২০২৩ সালের হিসেব অনুযায়ী, পর্যটকেরা দুবাইয়ে গড়ে ৩ দশমিক ৮ দিন অবস্থান করেছেন। তাঁরা হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল ও ভ্রমণে গড়ে ৪ হাজার ৩০০ আমিরাতি দিরহাম ব্যয় করেছেন। প্রতিবেদন অনুযায়ী, দুবাই আগমনকারী বিদেশিরা গত বছর প্রায় ৬৬ বিলিয়ন আমিরাতি দিরহাম ব্যয় করেছেন।

দুবাইয়ের জিডিপিতে অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্ট পর্যটন আয়ের অবদান ৮ দশমিক ৫ শতাংশ ও অ্যাভিয়েশন খাতের প্রভাবে পর্যটন খাতে ৩ লাখ ২৯ হাজার কর্মস্থান সৃষ্টি হয়েছে। আগামী ছয় বছরে দুবাইয়ে পর্যটন ব্যাপকভাবে বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং জিডিপিতে পর্যটন খাতের অবদান ১০ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি