হোম > অর্থনীতি

৭৩ শতাংশ বেড়ে ওয়ালটনের নিট মুনাফা ৫৭৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পণ্য বিক্রি বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির পণ্য বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। আর নিট মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত লোকসান ও উৎপাদন ব্যয়ের হার কমে আসা এবং সুদজনিত আয় বৃদ্ধির প্রভাবে মুনাফা বেড়েছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ওয়ালটনের ৭ হাজার ৫১২ কোটি ১২ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৬ হাজার ৬৩৭ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ পণ্য বিক্রি বেড়েছে ৮৭৪ কোটি ৬৯ লাখ টাকার বা ১৩ শতাংশ। তবে বিক্রির তুলনায় ওয়ালটনের নিট মুনাফা বেশি বেড়েছে। এ সময়ে নিট মুনাফা বেড়েছে ৫৭৩ কোটি ৮৫ লাখ টাকা বা ৭৩ শতাংশ।

আলোচিত বছরে বিক্রয় মূল্য থেকে পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অন্যান্য আয় যোগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৭৮২ কোটি ৬৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২৫ টাকা ৮৪ পয়সা। বিক্রি ১৩ শতাংশ বাড়লেও কোম্পানির মুনাফায় বড় উল্লম্ফনের পেছনে বড় কারণ বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লোকসান কমে আসা। এ ছাড়া সুদজনিত আয় বৃদ্ধি ও অপারেটিং প্রফিট মার্জিন ২৩ দশমিক ৪৬ শতাংশ থেকে ২৫ দশমিক শূন্য ২ শতাংশ বৃদ্ধিতে নিট মুনাফা বেড়েছে।

ওয়ালটনের আগের অর্থবছরে ডলারের দাম বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লোকসান হয়েছিল ৪৬৯ কোটি ২৮ লাখ টাকা, যার পরিমাণ কমে ২০২৩-২৪ অর্থবছরে নেমে এসেছে ১৫৭ কোটি ৪৫ লাখ টাকায়। এ ক্ষেত্রে লোকসান কমেছে ৩১১ কোটি ৮৩ লাখ টাকা বা ৬৬ শতাংশ।

যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেল শ্রীলঙ্কা

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু