হোম > অর্থনীতি

৭৩ শতাংশ বেড়ে ওয়ালটনের নিট মুনাফা ৫৭৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পণ্য বিক্রি বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির পণ্য বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। আর নিট মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত লোকসান ও উৎপাদন ব্যয়ের হার কমে আসা এবং সুদজনিত আয় বৃদ্ধির প্রভাবে মুনাফা বেড়েছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ওয়ালটনের ৭ হাজার ৫১২ কোটি ১২ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৬ হাজার ৬৩৭ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ পণ্য বিক্রি বেড়েছে ৮৭৪ কোটি ৬৯ লাখ টাকার বা ১৩ শতাংশ। তবে বিক্রির তুলনায় ওয়ালটনের নিট মুনাফা বেশি বেড়েছে। এ সময়ে নিট মুনাফা বেড়েছে ৫৭৩ কোটি ৮৫ লাখ টাকা বা ৭৩ শতাংশ।

আলোচিত বছরে বিক্রয় মূল্য থেকে পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অন্যান্য আয় যোগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৭৮২ কোটি ৬৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২৫ টাকা ৮৪ পয়সা। বিক্রি ১৩ শতাংশ বাড়লেও কোম্পানির মুনাফায় বড় উল্লম্ফনের পেছনে বড় কারণ বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লোকসান কমে আসা। এ ছাড়া সুদজনিত আয় বৃদ্ধি ও অপারেটিং প্রফিট মার্জিন ২৩ দশমিক ৪৬ শতাংশ থেকে ২৫ দশমিক শূন্য ২ শতাংশ বৃদ্ধিতে নিট মুনাফা বেড়েছে।

ওয়ালটনের আগের অর্থবছরে ডলারের দাম বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লোকসান হয়েছিল ৪৬৯ কোটি ২৮ লাখ টাকা, যার পরিমাণ কমে ২০২৩-২৪ অর্থবছরে নেমে এসেছে ১৫৭ কোটি ৪৫ লাখ টাকায়। এ ক্ষেত্রে লোকসান কমেছে ৩১১ কোটি ৮৩ লাখ টাকা বা ৬৬ শতাংশ।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস